🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

সিংগাইরের ১১ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী যারা

 


মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামীলীগের ৮ জন, আওয়ামীলীগের বিদ্রোহী দুই জন ও একজন স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।


রাত সাড়ে ৮ টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


নৌকা প্রতীকে বিজয়ীরা হলেন, বলধারা ইউনিয়নে আব্দুল মাজেদ খান, চান্দহরে শওকত হোসেন বাদল, চারিগ্রামে রিপন হোসেন, ধল্লায় শেখ জাহিদুল ইসলাম, জামসায় গাজী কামরুজ্জামান, জয়মন্টপে শাহাদৎ হোসেন, তালেবপুরে রমজান আলী।


নির্বাচনে বিজয়ী আওয়ামীলীগের বিদ্রোহী দুই প্রার্থী হলেন জামির্ত্তা ইউনিয়নে আবুল হোসেন (আনারস) ও শায়েস্তায় আব্দুল হালিম (আনারস)।


এছাড়া সিংগাইর সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জাহিনুর রহমান চশমা প্রতীকে বিজয়ী হয়েছেন।

No comments

Auto Scroll Stop Scroll