🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

জামশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কে কত ভোট পেল!!

 





১১ নভেম্বর বৃহস্পতিবার  দ্বিতীয় ধাপে দেশের ৮৪৮ টি ইউনিয়নে একযোগে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার ১১ টি ইউনিয়নে এ দিনে সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠিত হয়েছে ভোট গ্রহণ । উপজেলার প্রতিটি কেন্দ্রেই ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মত।


শান্তিপূর্ন ও সুষ্ঠু পরিবেশে সিংগাইর উপজেলার জামশা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং প্রতিটি কেন্দ্রেই ভোটার উপস্থিতি ছিল যাথাযথ।


এবারের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করেছে গাজী কামরুজ্জামান।  এছাড়াও সতন্ত্র প্রার্থী হিসেবে  আনারস প্রতীক নিয়ে তারিকুল ইসলাম তারিক, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোটর সাইকেল প্রতীক নিয়ে সাবেক চেয়ারম্যান  মিজানুর রহমান মিঠু,  এছাড়াও জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীক নিয়ে  লড়েছে মফিজুল হক পথিক, চশমা প্রতীক নিয়ে সতন্ত্র প্রার্থী   আবুল হাসেম খান এবং ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে লড়ছে নজর আলী। 

ইউনিয়নে চেয়ারম্যান পদে  মোট ৬ জন প্রার্থী ছিল। 


জামশা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা -১৭৪৮৫ জন

এবারের নির্বাচনে মোট ভোট কাস্ট হয়েছে-১৩৩০৫.

এতে বৈধ ভোটের সংখ্যা  -১২৯৪৭,এবং বাতিল ভোটের সংখ্যা- ৩৫৮ টি। 


১. গাজী কামরুজ্জামান( নৌকা প্রতীক )--- ৬১৮৬

২. তরিকুল ইসলাম তারেক ( আনারস প্রতীক ) -৩৯১৯

৩. মিজানুর রহমান মিঠু ( মটর সাইকেল প্রতীক)-১৪১৮

৪. মফিজুল হক পথিক ( লাঙল  প্রতীক ) -১০৮৫

৫. হাসেম খান (চশমা প্রতীক )- ২৩০

৬. নজর আলী ( হাত পাখা প্রতীক )-১০৯








No comments

Auto Scroll Stop Scroll