মানিকগঞ্জ সদরে শান্তিপূর্ণভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে
দেশের বিভিন্ন অঞ্চলে চলছে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। তারই ধারাবাহিকতায় মানিকগঞ্জ জেলার সদর উপজেলার মোট ১০ টি ইউনিয়নে আজ চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ।
সকল প্রকার প্রস্তুুতির মধ্যদিয়ে ২৮ নভেম্বর রবিবার সকাল ৮ টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ।
বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্র গুলোতে ভোটারদের উপস্থিতি বেড়ে চলেছে। যথাযথ শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোট গ্রহণ।
মানিকগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা দুই লক্ষ ১ হাজার ৬৯০। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা এক লাখ ৮১১ এবং পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৮৭৯। সদর উপজেলার গড়পাড়া এবং জাগীর ইউনিয়নে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে নৌকা প্রতিকের দুই প্রার্থী।
বাকী ৮টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় লড়ছেন মোট ৩৮ জন প্রার্থী। এর মধ্যে নৌকা প্রতিকের বিদ্রোহী রয়েছেন ১১ জন। ১০টি ইউনিয়নে সাধারণ সদস্য পদে প্রার্থী রয়েছে ৩৩৩ জন এবং সংরক্ষিত সদস্য পদে রয়েছে ১০৭ জন।
মানিকগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়নের মোট ৯০টি কেন্দ্রের ৪৮৩টি কক্ষে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ অবাধ ও সুষ্ঠ করতে পুলিশের সাথে বিজিবি, রাব, মেজিষ্ট্রেট কাজ করছে।
 
 
No comments