সিংগাইরে ৭ কেজি গাঁজা সহ আটক-১
মানিকগঞ্জের সিংগাইরে ৭ কেজি গাঁজাসহ আমিনুল ইসলাম (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছেন সিপিসি-৩ র্যাব-৪ মানিকগঞ্জ।
বুধবার (২৪ নভেম্বর) বিকালে সিংগাইর উপজেলার চারিগ্রাম এলাকা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত আমিনুল ইসলাম উপজেলার দক্ষিণ চারিগ্রাম এলাকার মোহাম্মদ. আলী হোসেনের পুত্র।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী কমান্ডার, লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় মাদক কারবারির শ্বয়ন কক্ষের খাটের নিচ থেকে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি আমিনুলকে আটক হয়। পরে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাকে আজ বৃহস্পতিবার আদালতে প্রেরণ করেন বলে জানা যায়।
কোম্পানি কমান্ডার লে:কমান্ডার আরিফ হোসেন বলেন, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
No comments