মানিকগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা
মানিকগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা
------------------------------------------------------------------
মানিকগঞ্জ সদর উপজেলার ১০ ইউনিয়নের ৮টিতে নৌকা বিজয়ী হয়েছেন। দুই ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী।
নির্বাচিতরা হলেন, নবগ্রাম ইউনিয়নে গাজী হাসান আল মেহেদি সুহাস(নৌকা),
দিঘী ইউনিয়নে আখতার উদ্দিন আহমেদ রাজা (বিদ্রোহী),
পুটাইল ইউনিয়নে মহিদুর রহমান মহিদ (নৌকা),
ভাড়ারিয়া ইউনিয়নে আব্দুল জলিল (নৌকা) ,
হাটিপাড়া ইউনিয়নে মোঃ গোলাম মনির হোসেন (নৌকা),
কৃষ্ণপুর ইউনিয়নে বিপ্লব হোসেন সেলিম (নৌকা),
আটিগ্রাম ইউনিয়নে নূর-এ আলম সরকার (নৌকা),
বেতিলা-মিতরা ইউনিয়নে আসমত আলী (বিদ্রোহী) প্রার্থী বেসরকারীভাবে বিজয়ী হন।
এছাড়া গড়পাড়া ইউনিয়নে আফসার উদ্দিন সরকার(নৌকা) এবং জাগির ইউনিয়নে জাকির হোসেন(নৌকা) বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
No comments