🔴 ব্রেকিং:
🌐সিংগাইরের জামশায় ভাতিজার ছুঁড়া ইটের আঘাতে চাচার মৃত্যুর অভিযোগ 🌐ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীর তীরে ভয়ানক জঙ্গলের সন্ধান( ভিডিও সহ)

 


মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীর তীরে ভয়ানক  জঙ্গলের সন্ধান( ভিডিও সহ)







মানিকগঞ্জ জেলায় হরিরামপুর উপজেলার পদ্মা নদীর তীরে প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে একটি জঙ্গল।  যা বর্তমানে পদ্মা ফরেস্ট নামে পরিচিত পেয়েছে।  

অনেকে বিভিন্ন ভাবে এটি প্রচার করছে। আমরা চেষ্টা করেছি এটার সঠিক চিত্র টি দর্শকদের মাঝে উপস্থাপন করতে।  ভিডিও দেখে আপনি আসা বা না আসাার সিদ্ধান্ত নিতে পারেন।  


কিভাবে যাবেনঃ বালিরটেক ব্রীজ হতে বলড়া বাজার,,,বলড়া বাজার থেকে বলড়া টু ঝিটকা রোডে কিছুদূর গেলে রাস্তার বাম পাশে দুটি ইট ভাটা দেখা যাবে,,,  কিছুদূর গেলে একটি ব্রীজ,,ব্রীজ পার হয়ে ঠিক হাতের বামের রাস্তা দিয়ে কিছুদূর গেলে একটি ছোট বাজার,, বাজারের ব্রীজ পার হয়ে ঠিক হাতের বামে একটি রাস্তা দিয়ে যেতে থাকলে সামনে বিশাল চক,,,চকের রাস্তা ধরে কিছুদূর গেলে একটি দোকান,, দোকানের ঠিক ডান দিয়ে নেমে প্রায় ৫-৭ মিনিট পদ্মা নদীর পারের দিকে গেলেই পেয়ে যাবেন পদ্মা ফরেস্ট। 

No comments

Auto Scroll Stop Scroll