মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীর তীরে ভয়ানক জঙ্গলের বিস্তারিত ( ভিডিও সহ)

 


মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীর তীরে ভয়ানক  জঙ্গলের বিস্তারিত ( ভিডিও সহ)






মানিকগঞ্জ জেলায় হরিরামপুর উপজেলার পদ্মা নদীর তীরে প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে একটি জঙ্গল।  যা বর্তমানে পদ্মা ফরেস্ট নামে পরিচিত পেয়েছে।  কি আছে প্রাকৃতিক এ জঙ্গলে তা হয়তো আমাদের অনেকের অজানা।  অনেকে হয়তো সঠিক লোকেশন না জানার কারনে যেতে পারছেন না।  আজ আমরা এ জঙ্গলের সকল তথ্য ও সঠিক লোকেশন তুলে ধরার চেষ্টা করবো।


অনেকে বিভিন্ন ভাবে তাদের ভিডিও চিত্রের মাধ্যমে এ জঙ্গলকে  প্রচার করছে। আসলে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এ জঙ্গলটি শুধুমাত্র প্রকৃতি প্রেমিকদেরই মনে ধরবে। পদ্মা নদীর তীর ঘেসে প্রাকৃতিকভাবে এ জঙ্গলটি সৃষ্টি হয়েছে।  এতে আছে বিভিন্ন প্রজাতির গাছপালা।  গাছপালার মাঝদিয়ে পদ্মা নদীর পারে যাওয়ার জন্য আছে সরু একটি রাস্তা।  চোখে পড়বে প্রচুর বড়ই গাছ ও গাছ ভর্তি মিষ্টি বড়ই। আরো চোখে পরবে শেয়ালের ঝাক। চারিদিকে তাকালে যতদূর চোখ যায় শুধু দেখা যায় শস্য ক্ষেত ও কৃষকদের কাজের দৃশ্য। 


 জঙ্গলটির আয়তন আনুমানিক  ২০ থেকে ৩০ একর হবে। বনভোজনের জন্য একটি উত্তম যায়গা এটি। যাতায়াতের ক্ষেত্রে মোটরসাইকেল বেস্ট হবে। তবে চাইলে ইজিবাইক নিয়েও যাওয়া যাবে।  সন্ধ্যার পর এ অঞ্চলে অবস্থান না করাই ভালো হবে।। গুগল ম্যাপে Podma Forest লিখে সার্চ দিলেই সঠিক লোকেশন পেয়ে যাবেন।।


কিভাবে যাবেনঃ বালিরটেক ব্রীজ হতে বলড়া বাজার,,,বলড়া বাজার থেকে বলড়া টু ঝিটকা রোডে কিছুদূর গেলে রাস্তার বাম পাশে দুটি ইট ভাটা দেখা যাবে,,,  কিছুদূর গেলে একটি ব্রীজ,,ব্রীজ পার হয়ে ঠিক হাতের বামের রাস্তা দিয়ে কিছুদূর গেলে একটি ছোট বাজার,, বাজারের ব্রীজ পার হয়ে ঠিক হাতের বামে একটি রাস্তা দিয়ে যেতে থাকলে সামনে বিশাল চক,,,চকের রাস্তা ধরে কিছুদূর গেলে একটি দোকান,, দোকানের ঠিক ডান দিয়ে নেমে প্রায় ৫-৭ মিনিট পদ্মা নদীর পারের দিকে গেলেই পেয়ে যাবেন পদ্মা ফরেস্ট। 



No comments

Auto Scroll Stop Scroll