সিংগাইরে জ্বীনের বাদশার দেয়া স্বর্ণের মূর্তির লোভে প্রতারণার স্বীকার তিন পরিবার




 সাইফুল ইসলাম তানভীর:  এক লাফে সম্পদশালী করার টোপ দিয়ে জ্বীনের বাদশাহ পরিচয়ে স্বর্ণের মূর্তির বদলে পীতলের মূর্তি দিয়ে হাতিয়ে নিয়ে গেছে নগদ টাকা ও স্বর্নালংকার। এতে কথিত জ্বীনের বাদশাহ‘র প্রতারণার শিকার হয়ে নিঃস্ব হয়েছেন ৩ পরিবার। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের নীলটেক গ্রামে এ ঘটনা ঘটে ।

প্রতারণার শিকার পরিবার গুলো হচ্ছেন- ওই এলাকার ওমর আলীর মেয়ে নুরজাহান (২৪), সিংগাইর পৌর এলাকার নয়াডাঙ্গী মহল্লার রবিউলের মেয়ে পায়েল (১৪) ও আনোয়ার হোসেনের স্ত্রী সুফিয়া বেগম (৫০)। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বুধবার (১৬ ফেব্রুয়ারি) সহকারি পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) ) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে প্রকাশ , গত তিন সপ্তাহ আগে অজ্ঞাত প্রতারক জ্বীনের বাদশা পরিচয় দিয়ে পায়েলের সাথে কথা বলা শুরু করে। পরবর্তীতে বিভিন্নরকম ভয়ভীতি ও লোভ দেখিয়ে নীলটেক ব্রীজের উত্তর পাশে ভুয়া স্বর্নের মূর্তি রেখে যায় ওই প্রতারক চক্র।

কাউকে না জানিয়ে গত ১৪ ফেব্রয়ারি দুপুরে সেই মূর্তি সংগ্রহ করতে বলে। তার আগে কথিত জ্বীনের বাদশাহকে বিকাশ নম্বরে ৪০ হাজার টাকা দেয়া হয়। মূর্তির রাখার স্থলেও রাখতে বলা হয় ১০ ভরি ওজনের স্বর্নালংকার। কিছক্ষণ পরে স্বর্নালংকারগুলোও উধাও হয়ে যায় । পরে প্রতারক মোবাইল ফোনে ক্ষতি হবে জানিয়ে কাউকে বিষয়টি না বলার জন্য জন্য অনুরোধ করেন। জ্বীনের বাদশাহর দেয়া মূর্তিটি পীতলের বুঝতে পেরে ভুক্তভোগীরা তাদের আত্বীয়-স্বজনকে জানালে বিষয়টি প্রকাশ পায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রতারকের ফোন বন্ধ রয়েছে বলে জানা গেছে । এ ব্যাপারে সহকারি পুলিশ সুপার ( সিংগাইর সার্কেল) মোহা. রেজাউল হক বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।



তথ্যসূত্র : সাইফুল ইসলাম তানভীর 

দৈনিক দেশ রুপান্তর 

সিংগাইর, মানিকগঞ্জ। 

No comments

Auto Scroll Stop Scroll