সিংগাইরের জামশায় মধ্যরাতে ডাকাতের হানা ; লুটপাট- ভাঙচুর
সিংগাইরের জামশায় মধ্যরাতে ডাকাতের হানা ; লুটপাট- ভাঙচুর
মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার দক্ষিণ জামশা পুরাতন বাজার সংলগ্ন পশ্চিম পাশে(চাকুলিয়া) মোহাম্মদ আলীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
৬ মার্চ রবিবার দিবাগত রাত (৭ মার্চ সোমবার) রাত ২:৩০ টায় এ ডাকাতির ঘটনা ঘটে। রাতে জামশা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মাইকে ডাকাত এসেছে বলে ঘোষণা করা হলে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে ঘটনাস্থলে পৌঁছে। এ সময় এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়।
ভুক্তভোগী মোহাম্মদ আলী জানান - রাত আড়াইটার দিকে ৮-১০ জনের একটা ডাকাত দল আমার বাড়িতে হানা দেয়। আমাদের ঢেঁকি দিয়ে দরজা ভেঙে আমার মায়ের ঘরে প্রবেশ করে। ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং মায়ের স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটে নেয়। আমাকে দরজা খোলার জন্য বলেছিল। আমি খুলি নি। ডাকাতদের কাছে পিস্তল, রান- দা সহ দেশীয় অস্ত্র ছিল। উপায় না পেয়ে আমি জামশা বাজারের ব্যবসায়ী ও গ্রামবাসীকে ফোন দিই। গ্রামবাসীর উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়।অন্ধকার থাকায় ডাকাতদের চেনা যায়নি।
এ দিকে ডাকাতির খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন সিংগাইর থানা পুলিশ। তারা রাতে জামশা অঞ্চল টহল দিচ্ছিলো। এছাড়াও জামশা বাজার কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক অমিত হাসান সহ বাজারে পাহারাদার, ও এলাকাবাসী খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভুক্তভোগী পরিবারকে শান্তনা দেন।
No comments