বাংলাদেশ বনাম ভারত: ম্যান অফ দি ম্যাচ হতে পারে ’বৃষ্টি’।

 বাংলাদেশ বনাম ভারত: ম্যান অফ দি ম্যাচ হতে পারে ’বৃষ্টি’। 



আধুনিক ক্রিকেটে উত্তাপ সৃষ্টি করা দুই দলের নাম বাংলাদেশ ও ভারত। ভারত-পাকিস্তান; ইংল্যান্ড –অস্ট্রেলিয়া ম্যাচের পর বাংলাদেশ-ভারত ম্যাচ বিশ্বক্রিকেটে সবচেয়ে বেশি উত্তেজনা সৃষ্টি করে। সেরকম এক ম্যাচের উত্তাপ নিয়ে বুধবার সকালে অস্টেলিয়ার এ্যাডিলেইডে মুখোমুখি হবে কোহলি-তাসকিন, শামি- শাকিব’রা। তবে সব উত্তাপে পানি ঢেলে দিতে পারে বৃষ্টি। টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের চতুর্থ ম্যাচে সমান সংখ্যক পয়েন্ট নিয়ে মাঠে নামবে দুই দল। দুই দেলর অধিনায়কের মাথায়ই থাকবে সেমিফাইনালে যাওয়ার সমীকরণ।


ভারত বনাম বাংলাদেশের টি-টুয়েন্টি ম্যাচ দুই দলের সমর্থকদেরই  অনেক রোমাঞ্চকর ইতিহাস মনে করিয়ে দেয়। সর্বশেষ দুই দল মুখোমুখি হয়েছিল ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে। সেই সময়কার অনেকেই এখন আর দলে নেই। কেউ কেউ ক্রিকেট ছেড়ে কোচিংয়ে মনোযোগ দিয়েছেন আবার কেউ ধরেছেন ধারাভাষ্যের মাইক্রোফোন। তবে এখনো যারা দলে আছেন তারা অবশ্য পুরনো উত্তাপ ফিরিয়ে আনতে মরিয়া হয়ে আছেন।


দারুণ ভাবে আসর শুরু করলেও হঠাৎ করেই সমস্যায় পরে গেছে ভারত। দক্ষিন আফ্রিকার সাথে পরাজিত হয়ে সেমিফাইনালে যাওয়ার পথ পিচ্ছিল হয়ে গেছে রোহিত-ভুবেনেশ্বরদের। পার্থের পিচে দক্ষিন আফ্রিকান বোলার লুঙ্গি এনগিডি ভারতীয়দের মাথা নিঁচু করে মাঠ ছাড়তে বাধ্য করেন।একমাত্র সূর্যকুমার যাদব ছাড়া আর কোন ভারতীয় খেলোয়াড় আলো ছড়াতে পারেন নি। দক্ষিন আফ্রিকান ব্যাটসম্যানরা শুরুতে খেই হারিয়ে ফেললেও ডেভিড মিলারের দৃঢ়তায় তীরে নোঙর করে আফ্রিকানরা।বাংলাদেশের বিপক্ষে ভারতের টি-টুয়েন্টি ইতিহাস অত্যন্ত সুখকর। বাংলাদেশের বিপক্ষে মাত্র একটি টি-টুয়েন্টি ম্যাচে পরাজিত হয়েছে ভারতীয়রা। অন্যদিকে সবম্যাচে জয়ের হাসি তাদের। 


নেদারল্যান্ড ও জিম্বাবুয়েকে পরাজিত করে হাওয়ায় ভাসছে বাংলাদেশ। টি-টুয়েন্টি বিশ্বকাপে ১৫ বছর পর নিজেদের দ্বিতীয় জয় পেয়ে ভালোই উচ্ছ্বাস করেছে তাঁরা। দক্ষিন আফ্রিকানদের বিপক্ষে লজ্জাজনক পরাজয়ের পর জিম্বাবুয়ের বিপক্ষেই ঘুরে দাড়িয়েছে সাকিব-তাসকিনরা। নিজেদের বাজে ফলাফল পিছনে ফেলে বল ও ব্যাট হাতে ঘুরে দাড়িয়েছেন শান্ত, তাসকিন ও মোস্তাফিজ। তবে অনেক ক্রিকেট বিশ্লেষকই মনে করছেন, বিশ্বকাপে বাংলাদেশের যা পাওয়র তা পেয়ে গেছে। বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের যে বাজে অবস্থা ছিল তাতে কোন জয়ের আশাই দেখছিল না অনেকে। সেখানে থেকে ভালই চমক দিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। আর বাংলাদেশের ক্রিকেট মানেই চমক। ধারাবাহিক বলে এখানে কিছু নেই। বুধবার সকালেও সকলে চমকে দিয়ে ভারতীয়দের পরাজিত করতে মরিয়া হয়ে থাকবে বাংলাদেশের দামাল ছেলেরা।


ভারতীয় স্কোয়াডের দিকে তাকালে বড় বড় ক্রিকেটারের নাম উঠে আসবে। তবে বাংলাদেশের জন্য ভয়ংকর হয়ে উঠতে পারেন ব্যাটসম্যান কে এল রাহুল। রাহুল চলতি আসরটিতে নিজের সেরা সময়ে নেই ,নিজেকে হারিয়ে খুঁজছেন তিনি । কিন্তু বিশ্বকাপ শুরুর আগের দুটি ইনিংসেও ফিফটি করেছিলেন তিনি। বাংলাদেশের বোলারদের জন্য বড় আতংক হয়ে উঠতে পারেন সে। রোহিত, ভিরাট সূর্যকুমারদের কেউ একজন দাড়িয়ে গেলে বাংলাদেশীদের কপালে চিন্তার ভাঁজ পরে যাবে।


৮ ইউকেট নিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ইউকেট শিকারী বাংলাদেশী পেস বোলার তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার পেস বান্ধব ইউকেটে তার হাতে বল নয় আগুন দেখতে চায় বাংলাদেশের সমর্থকেরা। তাসকিনের হাতের আগুনে পুড়িয়ে দিতে চায় ভারতীয় ব্যাটসম্যানদের ব্যাট। শাকিব- মোস্তাফিজ-লিটন দাসে ভর করে ভারতীয়দের কাঁদিয়ে জয় ছিনিয়ে আনতে চায় টাইগাররা। সেই সাথে পেতে চায় সেমিফাইনালের টিকিট। 


তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে আবহওয়া। অস্ট্রেলিয়ার আবহাওয়ার বাংলাদেশ দলের সাফল্যের মত। কবে কি করে বসে, ঠিক নেই। খারাপ আবহাওয়ার কারনেই ইতিমধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ পরিত্যাক্ত হয়েছে। পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মত দলকে। অবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামিকাল সকালেও হানা দিতে পারে বৃষ্টি। বাজে আবহওয়ার কারনে ম্যাচ যদি পরিত্যাক্ত হয় তবে ভিরাট-রোহিত কিংবা শাকিব নয় ম্যান অফ দি ম্যাচ হবে ‘বৃষ্টি’।

No comments

Auto Scroll Stop Scroll