কালীগঙ্গায় কচুরিপানার তীব্র জট ; নৌ চলাচল বাধাগ্রস্ত

 মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা  কালিগঙ্গা নদীর কিছু অংশে কচুরিপানার তীব্র জটের সৃষ্টি হয়েছে। এতে সাতদিন ধরে নৌ চলাচল ব্যাহত হচ্ছে।

শুক্রবার (২৩ জুন) সকালে কচুরিপানা অপসারণে স্বেচ্ছাসেবীদের নিয়ে কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন। এর আগে বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুশফিকুর রহমান হান্নান,  ইউএনও দীপন দেবনাথ, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ ও ফায়ার সার্ভিসের একটি টিম।

কচুরিপানা অপসারণে নিয়মিত কাজ করে যাচ্ছে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী কামরুজ্জামান এবং এলাকাবাসী সহ দক্ষিণ জামশা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০১৩ এর শিক্ষার্থীবৃন্দ।

এ বিষয়ে জামশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী কামরুজ্জামান জানান- আমি ও আমার কর্মীবাহিনী সহ এলাকাবাসী নিয়মিত কচু পরিষ্কারে কাজ করে যাচ্ছি। দ্রুত এ জটিলতা সমাধানের জন্য আমরা কাজ করছি।


জানা যায়, প্রায় ৭দিন পূর্বে পানির সঙ্গে পশ্চিমে উজান থেকে নেমে আসা কচুরিপানা জামশা ব্রিজের পিলারে আটকে যায়। নদীতে প্রায় এক কিলোমিটার জায়গা জুড়ে পর্যায়ক্রমে এ কচুরিপানা স্তরে স্তরে জমা হয়ে প্রায় তিন ফুটের মত স্তুপে পরিণত হয়েছে। এ স্তুপ এতটাই শক্ত হয়েছে যে এতে নদীতে নৌযান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে আটকা পড়ে থাকতে দেখা গেছে মালবাহী কয়েকটি ট্রলার, বাল্কহেড ও ভাসমান বাঁশের চালা।



এদিকে কচুরিপানা ওপর দিয়ে কৌতূহলী লোকজনকে দেখা গেছে নদীর এপার থেকে ওপার যাতায়াত করতে। কিশোর-যুবকদের দেখা গেছে খেলাধুলা করতে। এছাড়া স্থানটিতে ভিড় করেছে শত শত লোকজন। দেখা গেছে কেউ লাইভ করছে আবার কেউবা ছবি তুলতে ব্যস্ত। এতে কচুরিপানর ফাঁক দিয়ে পানিতে পড়ে যে কোনো সময় প্রাণহানির মতো ঘটনা ঘটার আশঙ্কা করছে স্থানীয়রা। 


No comments

Auto Scroll Stop Scroll