🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

বন্ধু যুব কল্যাণ সংস্থার নিউজ সাইট দৈনিক যুব সংবাদ.২৪ এর উদ্বোধন



নিজস্ব প্রতিবেদকঃ  বন্ধু যুব কল্যাণ সংস্থার নিজস্ব অনলাইন  নিউজ সাইট"দৈনিক যুব সংবাদ.২৪" এর শুভ উদ্ভোদন হলো আজ।
বুধবার ২৯ এপ্রিল ২০২০ এক আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে মোরক উন্মোচন করা হয় দৈনিক যুব সংবাদ.২৪ এর।
এ সময় সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ  উপস্থিত ছিলো।
সভাপতি জাহিদ হাসান জানান- সমাজের অবহেলিত ও শোষিত মানুষের কথা বিশ্ব বাসীর সামনে তুলে ধরার লক্ষ্য নিয়েই আমাদের এ উদ্যোগ।
সেক্রেটারি বিদ্যুৎ মোল্লা জানান- আমাদের কার্যক্রমের পাশাপাশি সমাজের বিভিন্ন অনিয়ম, দূর্নীতির সকল খবর দেশবাসীর সামনে উন্মোচন করাই হবে দৈনিক যুব সংবাদ.২৪ এর উদ্দেশ্য।
সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম জানু জানায়-মাদকমুক্ত যুব সমাজ গড়তে এবং স্বপ্নের সোনার বাংলা গড়তে যুবকদের ভূমিকা অপরিসীম। এ লক্ষ্য সামনে নিয়েই আমাদের পথচলা।
এ সময়ে সকলের সহযোগিতা কামনা করেন সংগঠনটির সকল সদস্যবৃন্দ।।

2 comments:

  1. অভিনন্দন যুব সমাজ.২৪ কে! অত্যন্ত কার্যকারী একপি সিদ্ধান্ত।

    ReplyDelete

Auto Scroll Stop Scroll