🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

নবাবগঞ্জে নতুন করোনা আক্রান্ত ২১; বান্দুরা এলাকা লকডাউন


জাহিদ হাসান,স্টাফ রিপোর্টারঃ ঢাকার নবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এরমধ্যে ১০ জন নারী ও একজন শিশু রয়েছে৷ (২১ মে) বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ হরগোবিন্দ সরকার অনুপ। নতুন আক্রান্তের ২১ জনের মধ্যে ১৮ জন নতুন বান্দুরা এলাকার বাসিন্দা, ১ জন বান্দুরা বাজার এলাকার এবং ২ জন নয়নশ্রী ইউনিয়নের বাসিন্দা।

অন্যদিকে নতুন বান্দুরা এলাকায় করোনার হটস্পট হওয়ায় ঐ এলাকা লক ডাউন করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম সালাউদ্দীন মনজু।

উল্লেখ্য যে, নবাবগঞ্জে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ৪৫ জন৷

No comments

Auto Scroll Stop Scroll