🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

সিংগাইর-চারিগ্রামের সৌদি প্রবাসীর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু

সিংগাইর প্রতিনিধি: মরণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে মারা গেছে প্রবাসী বাংলাদেশী  মোসারফ হোসেন(৪৫)।
মোসারফ হোসেনের বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের (গাজীখালী) গ্রামের মমত হাজী মোকছেদ আলীর ছেলে।
তার মৃত্যু নিশ্চিত করেছেন তার ছোট ভাই সৌদী প্রবাসী মো. আমজাদ হোসেন।
পারিবারিক সূত্রে জানাগেছে, মোসাররফ দেশের ঋনগ্রস্থ হয়ে সৌদি আরবে দুই বছর আগে রোজগারের জন্য সৌদী যায়।
সৌদী আরবের জেদ্দায় এলাকায় একটি দোকানে টেইলার্সের ব্যবসা করতেন। তিনি ফ্রি ভিসায় গিয়ে ব্যবসা শুরু করে।
জ্বর, সর্দি কাশিসসহ করোনা উপসর্গ নিয়ে গত ২৬ মে তার বন্ধ্ আবু বকর সিদ্দিক ওইদিন জেদ্দা কিং আব্দুল আজিজ হাসপাতালে ভর্তি করেন।
তার নমুনা সংগ্রহ করে এবং রিপোট পজেটিভ আসে।

করোনায় আক্রান্ত ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইসোলেশনে পরে তার অবস্থার অবনতি হলে আইসিইউতে রাখা হয়।

আইসিইউতে থাকা অবস্থায় গত শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় করোনা ভাইরাসে তার মৃত্যু হয়।

তার ছোট ভাই আমজাদ বাড়িতে ফোন করে জানান। এদিকে মোসাররফে মৃত্যুর সংবাদে তার বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

চারিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুল আলম স্বাধীন বলেন, মোসাররফ ভাল লোক ছিল তার। পরিবারের পক্ষ থেকে আমার কাছে এসেছিল।
লাশ সৌদীআরবে দাফন করতে যাবতীয় কাগজপত্র ঠিক করে এম্বাসীতে দ্রুত পাঠানো হবে।

No comments

Auto Scroll Stop Scroll