🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

যমুনায় নৌকা ডুবে নিখোঁজ সিংগাইরের শাকিব হোসেনের লাশ উদ্ধার

 সিংগাইর প্রতিনিধি: ঈদের দ্বিতীয় দিন যমুনা নদীতে নৌকা ডুবে নিখোঁজ হয়েছিলো মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের সাকিব হোসেন।
গতকাল ২৮ মে তার মরদেহ পানিতে ভেসে উঠে এবং উদ্ধার কর্বীরা লাশ উদ্ধার করেন।
নিখোঁজ হওয়ার ৩ দিন পর তার লাশ উদ্ধার হয়।
পারিবারিক সূত্রে জানা যায় সাকিব ঈদের দ্বিতীয় দিন সিরাজগঞ্জ থেকে এনায়েতপুর হয়ে নদীপথে মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়।
প্রায় অর্ধশত যাত্রী নিয়ে মাঝপথে নৌকা ডুবির ঘটনা ঘটে।এতে সাকিব সহ প্রায় ১২ জন নিহত হন।
এ ঘটনায় সাকিবের এলাকায় চলছে শোকের ছায়া।
সাকিবের এ মৃত্যু মেনে নিতে পারছে না তার পরিবার ও বন্ধুরা।

No comments

Auto Scroll Stop Scroll