নবাবগঞ্জের দাউদপুর বাজারে কেনাকাটার ধুম; মানা হচ্ছে না সামাজিক দূরত্ব
মোঃ মোজাম্মেল হোসেন,নবাবগঞ্জ : নবাবগঞ্জের শিকারীপাড়া ইউনিয়নের দাউদপুর বাজারের দাউদপুর সুপার মার্কেটে মানুষের কেনাকাটার ভিড় যেন লেগেই আছে।আজ সকাল ১০:০০ ঘটিকায় মার্কেটের ভেতরের চিত্রে দেখা যায় প্রত্যেকটা দোকানের মধ্যে আট দশজন করে ক্রেতা ভিড় বেধে কেনাকাটা করছে।সামাজিক দূরত্ব বজায় না রেখেই এমন চলছে বাণিজ্য। দোকান মালিককে প্রশ্ন করার তিনি উত্তরে বলেন,আমরা একজন একজন করে ক্রেতা ভিতরে নিচ্ছি। কিন্তু মানুষকে বুঝানো যাচ্ছে না। এ ব্যাপারে ইউনিয়নের চেয়ারম্যান ও প্রশাসনকে একটু তদারকি করার জন্য এবং নির্দিষ্ট আইন মেনে কার্যক্রম পালন করার বিনিত অনুরোধ জানানো যাচ্ছে।

No comments