🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

মানিকগঞ্জের সাটুরিয়ায় চিকিৎসক সহ ৫ জন করোনায় আক্রান্ত

যুব সংবাদ ডেস্ক:মানিকগঞ্জের সাটুরিয়ায় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারসহ ৫ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এদের  মধ্যে সাটুরিয়া ৫০ শয্যা হাসপতালের ৪ জন ষ্টাফ বাকী একজন সাভার ইপিজেড এলাকার করোনা রোগে আক্রান্ত হওয়ার পর তার কর্মস্থল থেকে সাটরিয়ায় পালিয়ে এসেছেন।এ নিয়ে সাটুরিয়ায় মোট ৯ জন করোনা রোগে আক্রান্ত হল।

বিষয়টি সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মামুন উর রশিদ বলেন, গত ২৪ ঘন্টায় সাটুরিয়ায় ৫ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। গত বৃহস্পতিবার (১৪ মে) সাটরিয়া হাসপাতালের এক বাবুর্চি করোনা রোগে আক্রান্ত হয়। পরের দিন আমার হাসপাতালের সকল চিকিৎসক, সকল ষ্টাফসহ প্রায় ৮০ জনের নমুনা সংগ্রহ করে গতকাল শুক্রবার সাভারে পাঠাই। শনিবার দুপুরে আবাসিক মেডিকেল অফিসারসহ ৪ ষ্টাফের করোনা পজিটিভ আসে।

অপরদিকে সাটুরিয়া উপজেলার ধানকোড়া ( খামার) এলাকার এক শ্রমিকের করোনা উপসর্গ দেখা দিলে সাভারেই পরীক্ষা করলে করোনা পজিটিভ আসে। পরে গতকাল শুক্রবার রাতে সে তার কর্মস্থল এলাকা থেকে পালিয়ে তার নিজ বাড়িতে চলে আসে।

সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম বলেন, সাটুরিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারসহ মোট ৪ জন কর্মচারী করোনা রোগে আক্রান্ত হওয়ার তাদের হাসপাতালেই রাখা হয়েছে। বাকী কর্মকর্তা  শুধু জরুরী বিভাগ চালু থাকবে। বাকীদের কয়োরেন্টাইনে রাখা হয়েছে। হাসাপাতালের শুধু মাত্র জুরুরী বিভাগ সিমিত আকাওে খোলা রেখে বাকীসব বন্ধ রাখা হয়েছে।

মানিকগঞ্জ সিভিল সার্জন ডা. মো. আনুয়ারুল আমিন আখন্দ বলেন, মানিকগঞ্জে এ পযন্ত ৩৮ জন করোনা রোগী সনাক্ত হল।

No comments

Auto Scroll Stop Scroll