🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

বিদ্যানন্দের প্রতিষ্ঠাতা কিশোর কুমার দাশের হঠাৎ পদত্যাগ


যুব সংবাদ ডেস্ক: বাংলাদেশের একটি সুপরিচিত ও সুপ্রতিষ্ঠিত  সেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ। 
দেশের যে কোন ক্রান্তিলগ্নে অসহায় অভুক্ত মানুষের পাশে দাড়ায় এ সংগঠনটি।
"এক টাকায় আহার" ঘরে ঘরে খাবার, আনন্দের মাধ্যমে বিদ্যা অর্জন, দেশের সকল জেলায় হাজার হাজার অসহায় দরিদ্র পরিবারকে সহায়তা করে আসছে এ সংগঠনটি।
যার হাত ধরে এ সংগঠনটির পথচলা যিনি প্রতিষ্ঠা করেছেন, মেধা,শ্রম, দিয়ে সাজিয়েছে,, সেই কিশোর কুমার দাশ অবশেষে নিজ দ্বায়িত্ব হতে অব্যাহতির জন্য   পদত্যাগপত্র জমা দিয়েছেন।
 

   এ বিষয়ে কিশোর কুমার দাশ বিদ্যানন্দ ফেজবুক পেইজে নিজের বক্তব্য তুলে ধরেছেন-
 
আমার সিদ্ধান্তগুলোতে পাগলামি এবং আবেগের প্রভাব যুক্তির চেয়ে বেশি থাকে। ক্ষমা চাচ্ছি এই সীমাবদ্ধতার জন্য। আজকে আমার এক সিদ্ধান্ত নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে, সেটা নিয়ে আমার বক্তব্য প্রকাশ করলাম -

১/ আমি বিদ্যানন্দ ছাড়ছি না, পরিচালনা পর্ষদেই থাকছি। শুধু দায়িত্ব পরিবর্তন করার সিদ্ধান্ত জানিয়েছি। পরিচালনা পর্ষদে এখনো সে আবেদন গ্রহণ করে নি।

২/ কোন চাপে এই সিদ্ধান্ত নেই নি আমি। শারীরিক ক্লান্তি এবং ব্যক্তিগত আবেগের কাছে হার মেনে এই সিদ্ধান্ত নেয়া।

৩/ সব ধর্মের বিশেষ করে মুসলমানদের সহযোগিতায় এতদূর আসা।  কিছু মন্দ লোক অপপ্রচার করে সেটা খুবই নগন্য।

যদি আমার আগের বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে, আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চাই। এবং অনুরোধ থাকবে, আমাদের পক্ষে লিখতে গিয়ে অনুমান ভিত্তিক অন্যকে দোষারোপ করবেন না।

কিশোর কুমার দাশ
স্বেচ্ছাসেবক প্রধান

No comments

Auto Scroll Stop Scroll