🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

সিংগাইরের জামশায় প্রবাসীদের উদ্যোগে গরীব অসহায়দের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

 সিংগাইরের জামশায় প্রবাসীদের উদ্যোগে গরীব অসহায়দের মাঝে ঈদ বস্ত্র বিতরণ।






মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার জামশা ইউনিয়নের সাউথ আফ্রিকা প্রবাসী মাসুদ রানা, মজনু মিয়া, কাউসার,লতিফ মিয়া,রফিক মিয়া এদের উদ্যাগে প্রায় ২০০ পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।




সোমবার (২৭) ঈদ আনন্দ পৌছে যাক, সবার ঘরে ঘরে ' এই স্লোগানে জামশা ইউনিয়নে বাড়িতে বাড়িতে গিয়ে সাধারণ মানুষের মাঝে এসব ঈদ বস্ত্র বিতরণ করা হয়।


করোনাকালীন মহামারিতে দেশের ক্রান্তিলগ্নে ঈদুল ফিতরের আন্দনকে ভাগাভাগি করার জন্য ঈদ সামগ্রী বিতরণের মধ্য দিয়ে গরীব ও অসহায় পাশে এসে দাঁড়িযেছে প্রাবাসীরা। এই ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন প্রবাসী 'রা।


সার্ভিক সহযোগীতায় ছিলেন : ফিরোজ ইফতেখার

No comments

Auto Scroll Stop Scroll