সিংগাইরের জামশায় 'এক ব্যাগ আনন্দ ' নিয়ে অসহায়দের পাশে 'বন্ধু যুব কল্যাণ সংস্থা
সিংগাইরের জামশায় 'এক ব্যাগ আনন্দ ' নিয়ে অসহায়দের পাশে 'বন্ধু যুব কল্যাণ সংস্থা'
ডেস্ক রিপোর্ট: মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের সেচ্ছাসেবী সংগঠন বন্ধু যুব কল্যাণ সংস্থা। বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত এ সংগঠনটি করোনাকালীন সময়ে কর্মহীন, দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়িয়েছিল বিভিন্ন সেবা নিয়ে।
তারই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সকল ছিন্নমূল মানুষের সাথে ভাগাভাগি করে নিতে বন্ধু যুব কল্যাণ সংস্থা অসহায় মানুষের মাঝে বিতরণ করেছেন 'এক ব্যাগ আনন্দ ' যাতে রয়েছে ঈদের বিভিন্ন খাদ্যসামগ্রী।
প্রবাসী, সমাজসেবক ও সংগঠনের সদস্যদের আর্থিক সহায়তায় জামশা ইউনিয়নের কর্মহীন, অসহায়, ও দরিদ্র মানুষের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ 'এক ব্যাগ আনন্দ ' খাদ্য সামগ্রী হিসেবে প্রায় ৬০ টি পরিবারের মাঝে - চাল, ডাল,তেল,সেমাই,চিনি,আলু,পেঁয়াজ,গুড় দুধ সহ বিভিন্ন ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের নব-নির্বাচিত সভাপতি আসাদুর রহমান আবির ও সাধারণ সম্পাদক রায়হান মাহমুদ সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় সংগঠনের সভাপতি আসাদুর রহমান আবির এক বিবৃতিতে জানান-
আপনারা জানেন যে বন্ধু যুবকল্যণ সংস্থা একটি সামজিক উন্নয়ন মূলক সংগঠন। সমাজের মানবেতর সময়ে সবার আগে আমরাই এগিয়ে আশি। এবং বিভিন্ন সময়ে সমাজের নিম্ন আয়ের মানূষদের পাশে দারানোর চেষ্টা করে থাকি। এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বন্ধু যুবকল্যাণ সংস্থা নিম্ন আয়ের মানুষের জন্য" ঈদ উপহারের " ব্যাবস্থা করেছে। আমাদের এই ছোট আয়োজনে যারা আর্থিক এবং সার্বিক সসহোযোগিতা করেছে তাদের সকলকে জানাই ধন্যাবাদ। আর এই আয়োজনের মাধ্যমেই আমাদের নতুন কমিটি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। এবারের ন্যায় আগামীতে আপনাদের সহোযোগিতা এবং দোয়া কাম্য।
সাধারণ সম্পাদক রায়হান মাহমুদ জানান - বিগত দিনগুলোর সামনেও সকল প্রতিকূল মুহূর্তেও বন্ধু যুব কল্যাণ সংস্থা সকল ছিন্নমূল মানুষের পাশে থেকে তাদের সেবা করে যাবে এবং সকলের প্রচেষ্টা ও সহায়তায় বন্ধু যুব কল্যাণ সংস্থা একটি আদর্শ সংগঠন হিসেবে সুপরিচিত পাবে।
এ খাদ্য সামগ্রী বিতরণ ও ব্যবস্থাপনায় সার্বিক সহযোগিতা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ফজলুল হক মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা বিদ্যুৎ মোল্লা, মিলন মাহমুদ সহ সংগঠনের কার্যনির্বাহি পরিষদের সকল সদস্যবৃন্দ।

No comments