🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

সিংগাইরে পরিচয়হীন নবজাতক উদ্ধার ; দ্বায়িত্ব নিলেন দিনমজুর দম্পতি

 মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোপিন্দল( বকচর) নতুন বাজার মিস্ত্রী পাড়া এলাকায় ২০ মে বৃহস্পতিবার  রাত আনুমানিক ১২ টার সময়  মোঃ রিয়াজ উদ্দিন পিতা-রাজু মিয়া এর বাড়ীর পাশের রাস্তায় পরিচয়হীন একটি এক দিনের মেয়ে শিশু বাচ্চা দেখতে পান এলাকাবাসী। 

সংবাদ পেয়ে মোহাঃ রেজাউল হক, সহকারী পুলিশ সুপার, সিংগাইর সার্কেল মানিকগঞ্জ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সফিকুল ইসলাম  এবং ওসি তদন্ত  আবুল কালাম পিপিএম, অত্যন্ত মানবতার সাথে মেয়ে কন্যা শিশুটি উদ্ধার পূর্বক দ্রুত সমাজ সেবা অফিসারকে সাথে নিয়ে ব্যবস্থা গ্রহণ করেন।


উদ্ধারকারী রিয়াজ উদ্দিন নবজাতক কন্যা শিশুটির ভরণ-পোষণ সহ সুসন্তান হিসেবে গড়ে তোলার জন্য শিশুটির দায়িত্ব নিতে আগ্রহী হলে, সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার ও সিংগাইর উপজেলা সমাজ-সেবা অফিসারের মাধ্যমে নবজাতক শিশুটি রিয়াজ উদ্দিন ও মিশু আক্তার মোর্শেদা দম্পত্তির নিকট হস্তান্তর করেন।


মোহাঃ রেজাউল হক, সহকারী পুলিশ সুপার সিংগাইর সার্কেল নবজাতক শিশুটির ভরণ-পোষণের জন্য ১০০০/- টাকা প্রদান করেন। প্রতিমাসে তিনি নবজাতক শিশুর ভরণ-পোষণ সহ আনুষাঙ্গিক খরচ বাবদ  ১০০০/- টাকা প্রদানের প্রতিশ্রুতিও দেন।


No comments

Auto Scroll Stop Scroll