ঢাকার দোহারে সাপের কামড়ে কিশোরের মৃত্যু
ঢাকার দোহারে সাপের কামড়ে যুবকের মৃত্যু
ঢাকা জেলার দোহার উপজেলার কাজীরচর এলাকায় সাপের কামড়ে সিরাজুল ইসলাম (১৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
২৩ মে রবিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম উপজেলার কাজীরচর ব্রীজ সংলগ্ন এলাকার বাসিন্দা আবদুল বারেকের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়- রাতের খাবার খেয়ে নিজের কক্ষে ঘুমিয়ে পরে সিরাজ। মাঝরাতে হঠাৎ চিৎকার দিয়ো উঠে সে। পরে পরিবারের সদস্যরা তার কক্ষে গিয়ে তার পায়ে সাপের ছোবলের দাগ দেখতে পায় এবং ঘাতক সাপটিকেও সবাই দেখতে পায়।
পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটার ভ্যাকসিন(এন্টি ভ্যানাম) না থাকায় তাকে সঠিক চিকিৎসা প্রদান করা সম্ভব হয়নি।
এদিকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের ভ্যাকসিন নেই বলে দাবি করেন এলাকাবাসী এবং পরিস্থিতি বিবেচনা করে দ্রুত ভ্যাকসিনের ব্যবস্থার দাবি জানান এলাকাবাসী।
অপরদিকে তীব্র গরমে সাপের উপদ্রুত বৃদ্ধি পাওয়ায় সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন বিশিষ্ট জনেরা।

No comments