মানিকগঞ্জের সিংগাইরে লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী
দেশে মহামারী করোনা ভাইরাসের প্রাদূর্ভাব বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জ জেলা সহ মোট সাত জেলায় ৯ দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার।
তারই ধারাবাহিকতায় মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা প্রশাসন সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন করতে নিয়মিত মাঠে কাজ করে যাচ্ছে।
৯ দিনের কঠোর লকডাউনের আজ ২৩ জুন দ্বিতীয় দিনেও রাস্তায় পুলিশের উপস্থিতি ও কর্মতৎপরতা ছিল চোখে পড়ার মত।
মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ রিফাত রহমান শামীমের দিক নির্দেশনায় সিংগাইর থানার অফিসার ইনচার্জ জনাব সফিকুল ইসলাম মোল্যার নেতৃত্বে নিয়মিত লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করে যাচ্ছে সিংগাইর থানা পুলিশ।
সকাল ৬ ঘটিকা থেকেই সিংগাইরের শহীদ রফিক সেতু সংলগ্ন প্রধান সড়কে কাজ করে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
অপ্রয়োজনে ঘোরাঘুরি, ঢাকায় প্রবেশ এবং ভারী যানবাহন চলাচলের প্রতি কঠোর নজরদারি দেয়া হচ্ছে।
পণ্য সরবরাহকারী যানবাহন, এম্বুলেন্স, পচনশীল পন্যের গাড়ী চলাচল স্বাভাবিক রয়েছে।

No comments