মানিকগঞ্জে লকডাউনের নির্দেশনা অমান্য করে বৌভাতের আয়োজন ; বরকে গুনতে হলো জরিমানা
মানিকগঞ্জে লকডাউনের নির্দেশনা অমান্য করে বৌভাতের আয়োজন ; বরকে গুনতে হলো জরিমানা
মানিকগঞ্জে সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউনের নির্দেশনা অমান্য করে বৌভাতের আয়োজন করে জনসমাগম, ও স্বাস্থ্যবিধি না মানায় বরকে জরিমানা করেছে মানিকগঞ্জ জেলা প্রশাসন।
২৪ জুলাই শনিবার মানিকগঞ্জ সদরের সরুপাই এলাকায় গোপন সংবাদের উপর ভিত্তি করে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমান।
এ সময় দেখা যায় একটি বিশাল প্যান্ডেল সাজিয়ে প্রায় ১২০ জন লোকের খাবারের আয়োজন করে সরকারি নির্দেশনা অমান্য করে জনসমাগম সৃষ্টি করা হয়েছে।
এমতাবস্থায়, বর ও বরের ভাইকে ঘটনাস্থলে পাওয়া যায়। লক-ডাউন চলাকালে সরকারি নির্দেশনা অমান্য করে বিয়ের অনুষ্ঠান আয়োজন করার দায়ে দন্ডবিধি-১৮৬০ এর ২৬৯ ধারা অনুসারে বরকে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমান।
রান্না করা খাবার জব্দ করে সরকারি শিশু পরিবার, মানিকগঞ্জ এ বিতরণ করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমান জানান- সরকারি নির্দেশনা অনুযায়ী চলমান লকডাউনে কোন প্রকার জনসমাগমের সৃষ্টি করা যাবে না। সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে মানিকগঞ্জ জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
এ অভিযানে মানিকগঞ্জ থানা পুলিশ সদস্য ও বিজিবি সদস্যবৃন্দ সার্বিক সহায়তা করেন।
No comments