মানিকগঞ্জে লকডাউন অমান্য করে নৌকা ভ্রমণ ; গুনতে হলো জরিমানা




মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের আমডালা বাজার এলাকার ইছামতী নদীতে তিনটি ট্রলারে করে উচ্চ শব্দে গান বাজনা করে ভ্রমণ করায় ও উপজেলার বড়বোয়ালী গ্রামে অনুষ্ঠান আয়োজন করায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।


শিবালয় উপজেলা সহকারী কমিশনার ভূমি আবু দরদা এ অভিযান পরিচালনা করেন ।


সকালে আমডালা এলাকার প্রায় ৩ শত কিশোর বয়সী ছেলেরা সাউন্ডবক্সে উচ্চ শব্দে গান শোনা ও লকডাউন অমান্য করে স্বাস্থ্যবিধি ভংগ করে পিকনিক করার জন্য টলারে করে বের হয় এবং উপজেলার বড়বোয়ালী গ্রামে ছেলের কামানির অনুষ্ঠান আয়োজন করে দাওয়াত দিয়ে খাওয়ানো হচ্ছে । এমন গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে পৌচ্ছান শিবালয় উপজেলা সহকারী কমিশনার ভূমি আবু দরদা ।


এ সময় তিনি লকডাউনের শর্ত ভঙ্গ করায় মোবাইল কোর্ট পরিচালনা করে সাউন্ডবক্সের ডেকোরেটররের মালিককে ঘটনাস্থলে ডেকে ২০০০০ টাকা ও অনুষ্ঠান আয়োজন করায় বাড়ির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেন । এছাড়াও পিকনিকের খাবার জ্বব্দ করে আশ্রয়কেন্দ্র তেওতায় উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়। এসময় একটি টলার জব্দ করা হয়।


এছাড়াও মোবাইল কোর্টের আগমন টের পেয়ে দুইটা ট্রলার পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা যায় ।

No comments

Auto Scroll Stop Scroll