🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

সিংগাইরে নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

সিংগাইরে নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার 



মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজ হওয়ার ৩ দিন পর আল-আমিন (৭) নামোর শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আল-আমীন বড়বাকা গ্রামের প্রবাসী শহিদুল ইসলামের ছেলে ও স্থানীয় কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র। 


৩১ আগষ্ট মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার বড়বাকা গ্রামের একটি পরিত্যক্ত বাঁশঝাড় (টেমার ভিটা) থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। 

স্থানীয়দের সূত্রে জানা যায় - মঙ্গলবার সকালে বাঁশঝাড়ে শেয়ালের আনাগোনা দেখে এগিয়ে যায় এক ব্যক্তি। তখন একটি গর্তের ভেতর বস্তাবন্দি কিছু একটা নিয়ে শিয়াল টানাটানি করছে দেখে শিয়াল তারিয়ে এগিয়ে গিয়ে বস্তার ভেতর শিশুটির লাশ দেখতে পায়। খবর ছড়িয়ে পড়লে শিশুটির পরিবারের লোকজন এসে লাশ সনাক্ত করেন।


খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে  উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন এবং লাশ ময়নাতদন্তের সকল প্রক্রিয়া সম্পন্ন করেন।


এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) মোহা. রেজাউল হক বলেন, দুস্কৃতকারিরা পরিকল্পিতভাবে শিশুটিকে হত্যা করে লাশ গুম করার উদেশ্যে বাঁশ ঝাড়ের গর্তে পুতে রেখেছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য যে শনিবার ২৮ আগষ্ট একটি সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় আল আমীন। দিনশেষে বাড়িতে ফিরে আসে নি সে। অনেক খোঁজাখুজির পরও তাকে পাওয়া না গেলে পরিবারের পক্ষ হতে সিংগাইর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। 

এ দিকে একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা আল আমীনের মা জানান- তাদের কোন সত্রু নেই। কেন তার সন্তানকে হত্যা করা হল তা অজানা। সরকার ও প্রশাসনের কাছে সন্তান হত্যার বিচার দাবি করেন তিনি। 



No comments

Auto Scroll Stop Scroll