আজ প্যাঁরিস সঁ জার্মেইর হয়ে অভিষেক লিওনেল মেসির?
আজ প্যাঁরিস সঁ জার্মেইর হয়ে অভিষেক লিওনেল মেসির?
কবির এম হোসেনঃ মেসি-নেইমার-এমবাপ্পের ফুটবল জাঁদু দেখতে ফুটবল বিশ্ব উন্মুখ হয়ে আছে। কবে আসছে সেই মাহেন্দ্রক্ষণ, সেই সময় গুণছেন অনেক ফুটবল অনুরাগিই। কিন্তু মেসিযে ম্যাচ খেলার মত যথেষ্ট ফিট ছিলেন না। এজন্য অপেক্ষা আরো দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে।
কোপা আমেরিকা জয়ের পর পরই লিওনেল মেসি অবকাশ যাপনের জন্য আমেরিকার মিয়ামিতে চলে গিয়েছিলেন। পরিকল্পনা ছিল, আমেরিকা থেকে ফিরে বার্সেলোনার সাথে চুক্তি নবায়ন করবেন। ফুরফুরে মেজাজে বার্সার হয়ে নেমে পরবেন মাঠে। কিন্তু হঠাৎ করেই সব এলোমেলো হয়ে গেল। বার্সার হয়ে নয় এখন তিনি অপেক্ষা করছেন ফ্রেঞ্চ ক্লাব প্যাঁরিস সঁ জাঁমেইর হয়ে ফুটবল নিয়ে মাঠে নামতে।
মাঠে নামার জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের সময় পাননি মেসি। এজন্য পিএসজি কোচ মারিসিও পচেত্তিনো মেসির ব্যাপারে সময় নিচ্ছিলেন। তিনি চাচ্চিলেন, মেসি পিএসজি দলটির সাথে ভালে ভাবে পরিচিত হোক। পর্যাপ্ত প্রশিক্ষণের সময় পাক। মেসি প্যাঁরিসে আসার পর পিএসজি দুইটি ম্যাচ খেলেছে। কিন্তু কোন ম্যাচেই মেসিকে মাঠে নামাননি মারিসিও পচেত্তিনো। দুটি ম্যাচই ছিল লিগ ওয়ানের।
ধারনা করা হচ্ছে, লিগ ওয়ানের আজকের ম্যাচে স্টেডে ডি রাইমের বিপক্ষে মাঠে নামতে পারেন মেসি। শুধু মেসিই নন। মাঠে নামতে পরেন নেইমার জুনিয়রও। কোপা আমেরিকা খেলে আসার পর ফরাসি ক্লাবটির হয়ে এখনো মাঠে নামেননি তিনিও।
পচেত্তিনো বলেন-
”এটা ছিলএকটা দীর্ঘ সময়। তবে আমরা আশা করছি যদি সব ঠিক থাকে তবে ২৯ আগষ্ট রাইমের বিপক্ষে মাঠে নামবে লিও।
সেপ্টম্বরে আবার ফিরছে আর্ন্তজাতিক ফুটবল। আর্জেন্টিনার হয়ে খেলতে মেসি আবার ফিরে যাবেন দক্ষিণ আমেরিকায়। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আবার মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা। এছাড়াও আরো দুটি করে ম্যাচ খেলতে হবে মেসি ও নেমারকেও । সুতরাং দেশের হয়ে খেলতে তাদের প্রস্তুতিতে যেন কোন ঘাটতি না থাকে সেজন্য ক্লাবের হয়ে মাঠে নামতে চাচ্ছেন মেসি ও নেইমার দুজনেই।
স্টেডি ডি রাইমের হোম গ্রাউন্ড স্টেডে আগষ্টে ডেলুনে ২১,০০০ হাজার দর্শক মেসিকে স্বাগত জানাতে প্রস্তুত। স্টেডিয়ামের বাইরেও শত শত দর্শক মেসিকে দেখতে অপেক্ষা করবেন বলে ধারনা করা হচ্ছে। এজন্য বাড়তি নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে।
No comments