🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

মানিকগঞ্জের হাটিপাড়ায় মেয়াদ বিহীন কসমেটিক পণ্য জব্দ


 নিউজ ডেস্কঃ 
মহাপরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শ্রদ্ধেয়  জনাব বাবলু কুমার সাহা (অতিরিক্ত সচিব) ও জেলা প্রশাসক মানিকগঞ্জ জনাব এস এম ফেরদৌস মহোদয় এর কঠোর নির্দেশনায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নকল, ভেজাল ও প্রতারণা রোধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলার  অভিযান পরিচালিত হচ্ছে প্রতিদিিবন।।
তারই অংশ হিসেবে  আজ মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান খান রুমেল এর নেতৃত্বে আজ হাটিপাড়া, ভাড়ারিয়া বাজার, বলড়া ও লেছড়াগঞ্জ, হরিবরামপুর সহ বেশ কয়েকটি বাজারে অভিযান পরিচালনা করেন।
এ সময় মেয়াদ বিহীন কসমেটিক পন্য বিক্রয় করায় হাটিপাড়া বাজারের এক দোকান সাময়িক বন্ধ করে দেয়া হয় এবং বিভিন্ন  অনিয়মের জন্য ব্যবসায়ীদের আর্থিক জরিমানা করা হয়।
মানিকগঞ্জ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ কার্যক্রম পুরো জেলায় অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক আসাদুজ্জামান খান রুমেল।

No comments

Auto Scroll Stop Scroll