মানিকগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে ২ জন এবং উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু ; নতুন আক্রান্ত ৮৭
মানিকগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে ২ জন এবং উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু ; নতুন আক্রান্ত ৮৭
মানিকগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ২ জন এবং করোনার উপসর্গ নিয়ে আরো দুইজন সহ মোট ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও জেলায় গত ২৪ ঘন্টায় নতুন ৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।
১৪ জুলাই বুধবার মানিকগঞ্জ জেলা সিভিল সার্জন অফিসের নিয়মিত করোনা রিপোর্টে এসব তথ্য জানানো হয়েছে।
তথ্যে আরো বলা হয়েছে - ২৪ ঘন্টায় মোট ৩০১ টি নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করা হয়েছে এতে ৮৭ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ৮৭ জনের মধ্যে - মানিকগঞ্জ সদরের ২৯ জন,সাটুরিয়ার ১১ জন, দৌলতপুরে ১ জন,ঘিওরে ৮ জন, শিবালয়ে ৯ জন, হরিরামপুরে ৯ এবং সিংগাইরে ২০ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩২৭৫ জন, এবং সুস্থ হয়েছে ২৪৬২ জন।
এ দিকে সোমবার মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে করোনা ইউনিটে ২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে এবং করোনার উপসর্গ নিয়ে মারা গেছে আরো ২ জন।
এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর তালিকায় যোগ হল ৬১ জন।
মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল সূত্রে জানা যায় - হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪ জুলাই মোট ৪ জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে ২ জনের করোনা পজিটিভ ছিল এবং অপর দুইজনের করোনার উপসর্গ ছিল।
বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন ১১৩ জন, এদের মধ্যে করোনা পজিটিভ আছে ৬৭ জন, আইসোলেশোনে আছে ৪৬ জন।
গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ৩১ জন এবং ছাড়পত্র নিয়ে বাসায় চলে গেছে ৪৮ জন।
No comments