জামশার গৃহহীন রানীর ঘর নির্মাণের দ্বায়িত্ব নিলেন মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা সুমন
জামশার গৃহহীন রানীর ঘর নির্মাণের দ্বায়িত্ব নিলেন মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা সুমন
মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা রানী।
দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বাস করছেন একটি ভাঙা ও পরিত্যক্ত ঘরে। পরিবার বলতে তিনি একাই। বেশ কয়েকবার সরকারি ঘরের জন্য আবেদন করেও হয়েছেন ব্যর্থ।
সম্প্রতি মানিকগঞ্জ জেলার একটি ফেজবুক গ্রুপে তার এ জরাজীর্ণ জীবনের কয়েকটি ছবি প্রকাশ করেন এক যুবক। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সারা ফেলে।
বিষয়টি মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের নজরে আসলে তাৎক্ষণিকভাবে স্থানীয় ছাত্রলীগের সহায়তায় তথ্য সংগ্রহ করে ব্যবস্থা গ্রহনের উদ্যোগ নেয়া হয়।
১৪ জুলাই বুধবার বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের দিক নির্দেশনা অনুযায়ী মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম সিফাদ কোরাইশী সুমন এর নিজ অর্থায়নে ১০-১৫ দিনের খাদ্যসামগ্রী নিয়ে সরেজমিনে পরিদর্শন করেন মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের একটি টিম।
এ সময় মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সিফাত কোরাইশী সুমন রানীর জন্য একটি ঘর নির্মাণের সকল প্রকার সহায়তার আস্বাস দেন।
এ সময় জেলা ছাত্রলীগ এর সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ সিফাদ কোরাইশী'র পক্ষে হতে রানীর নিকট ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেন জেলা ছাত্রলীগ এর সাবেক সহ-সভাপতি শাকিল আহম্মেদ।
এসময় আরো উপস্থিত ছিলেন, অত্র জামশা ইউনিয়ন ছাত্রলীগ এর সভাপতি মোঃ আরিফুল ইসলাম, ধল্লা ইউনিয়ন ছাত্রলীগ এর সভাপতি মোঃ ফেরদৌস খান, ছাত্রলীগ নেতা রাজু ইসলাম, সোহান দেওয়ান, তৌশিকুর রহমান নজরুল, মোঃ রিয়াজুল ইসলাম, তানভির মাহতাব সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।।
No comments