🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

সিংগাইরে অটো চালকের লাশ উদ্ধার



মানিকগঞ্জ  জেলার সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পুর্ব ভাকুম গ্রামে এক অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে  ঢাকা- সিংগাইর আঞ্চলিক মহাসড়কের আনান কেমিক্যাল এর সামনে থেকে থানা পুলিশ একটি লাশ উদ্ধার করেছে।

সিংগাইর থানার সাব-ইন্সপেক্টর মো. আনোয়ার হোসনে জানান, আজ ভোর ৪ টার দিকে ৩৩৩ নম্বরে কল পেয়ে ঢাকা-মানিকগঞ্জ ভায়া সিংগাইর রোডের পুর্ব ভাকুম -ভূমদক্ষিণ গ্রামের মাঝামাঝি রাস্তার দক্ষিণ পাশ থেকে একটি লাশ উদ্ধার করি।

নিহত ব্যক্তির বাড়ি ভোলা জেলার ইলিশা গ্রামে। সে সিংগাইর উপজেলা ধল্লা ইউনিয়নের বাস্তা বড়পাড়া গ্রামের। নিহত ব্যক্তি অটোচালক।

নিহত ব্যক্তির নাম আব্দুল মালেক (৫০) তার পিতার নাম আলী আহাম্মেদ।

নিহত ব্যক্তির পরিবার থেকে জানায়, আব্দুল মালেক গত কাল ১০ মে( রবিবার ) বিকাল ৪ টায় তার অটো নিয়ে রাস্তায় বের হয় কিন্ত সারারাতে সে আর বাড়ি ফিরে নাই। আজ ভোর তার লাশ সিংগাইর  থানা পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। সিংগাইর থানার এস আই মো. আনোয়ার হোসেন বলেন, আজ ভোরে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। সে একজন অটোচালক কিন্ত তার লাশের পাশ থেকে অটো গাড়ি পাওয়া যায়নি।

লাশটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মর্গে পাঠানোর প্রসৃতুতি চলছে।

No comments

Auto Scroll Stop Scroll