🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

সিংগাইরের জামশা-বাস্তায় সখের ঘুড়ি কেরে নিলো কিশোরের প্রাণ

যুব সংবাদ  ডেস্ক: মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের বাস্তা গ্রামে ঘুড়ির ব্যাটারী চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সবুজ হোসেন (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়ছে।

স্থানীয় সূত্রে জানা যায় -সোমবার( ২৫ মে) সন্ধ্যায় ঘুড়িতে লাগানো লাইটের ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। সবুজ  বাস্তা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। সে স্থানীয় গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল।
উল্লেখ্য যে চলমান করোনা পরিস্থিতিতে অবসর সময় কাটাতে জামশা সহ মানিকগঞ্জের প্রতিটি ইউনিয়নেই রাতে প্রজ্জ্বলিত ঘুড়ি উড়াতে দেখা যায়।
এসব ইলেক্ট্রিক ব্যাটারি চার্জ দেয়া খুবই ঝুঁকিপূর্ণ।
এমতাবস্থায় সকলকে সাবধানতার সাথে এসব ব্যাটারি চার্জ দেয়ার পরামর্শ দেন এলাকার সচেতন মহল এবং সাময়িক সখ যেন মৃত্যুর কারন না হয় এমনটাই প্রত্যাশা সকলের।

1 comment:

  1. ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

    ReplyDelete

Auto Scroll Stop Scroll