🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

সিংগাইরের জামশা বাজারে মাস্ক ছাড়া ক্রেতার নিকট বিক্রয় বন্ধ ; বাজার কমিটির সিদ্ধান্ত

সিংগাইর প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরের জামশা পুরাতন বাজারে মাস্ক পড়া ব্যতিত কোন ব্যক্তি বা ক্রেতার নিকট পণ্য বিক্রয় না করার সিদ্ধান্ত গ্রহন করেছেন বাজার কমিটি।

করোনার প্রাদুর্ভাবে জামশা বাজারের সকল দোকান প্রায় ২ মাস বন্ধ থাকার পর ১ জুন থেকে সীমিত পরিসরে খোলা হয়েছে দোকানপাট। করোনার বিস্তার ঠেকাতে ও স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আজ (২ জুন) ব্যবসায়ীদের নিয়ে এক জরুরি সভার আয়োজন করা হয়। এ সভায় সামাজিক দূরত্ব নিশ্চিত, জীবাণু নাশক ব্যবহার, সহ সকল ব্যবসায়ীদের বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয়। এ সময় সিদ্ধান্ত নেয়া হয় যে মাস্ক ব্যতিত কোন ক্রেতার নিকট যাতে কেউ পণ্য বিক্রি না করেন।
ক্রেতা-বিক্রেতার স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়।
এ সময় জনাব অমিত হাসান মোল্লা যুব সংবাদকে জানান- ভয়াবহ করোনার হাত থেকে গ্রামের প্রতিটি মানুষকে সুরক্ষা রাখতেই আমরা এ সিদ্ধান্ত গ্রহন করেছি, সকল ক্রেতা বিক্রেতা সহ সকল জনগণকে মাস্ক পড়ার এবং নিয়মিত সাবান দিয়ে হাত ধোঁয়ার পরামর্শ দেন তিনি।
উল্লেখ্য যে জামশা ইউনিয়নে এ পর্যন্ত ১ জন যুবকের দেহে করোনা সনাক্ত হয়েছে। তাই সকলের সচেতনতার মাধ্যমে এ মহামারীর মোকাবেলা করতে হবে বলে মনে করেন জামশা বাজার কমিটি । 

No comments

Auto Scroll Stop Scroll