সিংগাইরের জয়মন্টপে করোনার উপসর্গ নিয়ে মৃত ব্যক্তি ও তার স্ত্রীর করোনা পজিটিভ; এলাকা লকডাউন
জাকির হোসেন জিতু,(সিংগাইর): মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপে গত ২৭ মে করোনার উপসর্গ নিয়ে মৃত বাদল সাহার দেহে করোনা সনাক্ত হয়েছে।
বাদল সাহার পরিবারের মোট চার জনের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছিল। তাতে বাদল সাহা ও তার স্ত্রীর করোনা পজিটিভ পাওয়া যায়। বাকিদের ফলাফল নেগেটিভ।
এ অবস্থায় জয়মন্টপ এলাকায় জনগণের মাঝে আতংক বিরাজ করছে।
খবর পেয়ে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অবস্থা বিবেচনা করে আগামী ১১ জুন পর্যন্ত জয়মন্টপ এলাকাকে লকডাউনের আওতাভুক্ত করেন।
এছাড়াও উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয় হতে লকডাউন সম্পর্কৃত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় বাদল সাহা যেহেতু একজন মুদি ব্যবসায়ী ছিলো সেহেতু অনেকই তার সংস্পর্শে এসেছে এবং এলাকাটি করোনা সংক্রমনের ঝুঁকিতে আছে। এ কারন বিবেচনা করেই আগমী ১১ জনু পর্যন্ত জয়মন্টপ এলাকাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
বাদল সাহার পরিবারের মোট চার জনের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছিল। তাতে বাদল সাহা ও তার স্ত্রীর করোনা পজিটিভ পাওয়া যায়। বাকিদের ফলাফল নেগেটিভ।
এ অবস্থায় জয়মন্টপ এলাকায় জনগণের মাঝে আতংক বিরাজ করছে।
খবর পেয়ে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অবস্থা বিবেচনা করে আগামী ১১ জুন পর্যন্ত জয়মন্টপ এলাকাকে লকডাউনের আওতাভুক্ত করেন।
এছাড়াও উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয় হতে লকডাউন সম্পর্কৃত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় বাদল সাহা যেহেতু একজন মুদি ব্যবসায়ী ছিলো সেহেতু অনেকই তার সংস্পর্শে এসেছে এবং এলাকাটি করোনা সংক্রমনের ঝুঁকিতে আছে। এ কারন বিবেচনা করেই আগমী ১১ জনু পর্যন্ত জয়মন্টপ এলাকাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

No comments