🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

সিংগাইরের জামশা বাজারে 'ক্যাফে চিলেকোঠার' শুভ উদ্বোধন

 সিংগাইরের জামশা বাজারে 'ক্যাফে চিলেকোঠার' শুভ  উদ্বোধন 




ছাদের উপর ছোট্ট একটা চিলেকোঠা।  নির্মল বাতাস ও মনোমুগ্ধকর পরিবেশ এবং সাথে আছে মুখরোচক দেশী বিদেশি মজাদার খাবার। বলছি সদ্য উদ্বোধন হওয়া সিংগাইর উপজেলার দক্ষিণ জামশা বাজারের 'ক্যাফে চিলেকোঠার কথা। 

কর্মব্যস্ততার পর পরিবার নিয়ে একটু নিরিবিলি সময় কাটানো এবং বন্ধু -বান্ধব নিয়ে কিছুক্ষন আড্ডা দেয়ার মত স্বল্প পরিসরে নির্মিত হয়েছে ক্যাফে চিলেকোঠা। 


ক্যাফে চিলেকোঠার উদ্যোক্তা ও পরিচালক  বিদ্যুৎ মোল্লা জানান- আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল গ্রামে বসে, গ্রামীন পরিবেশে স্বল্প মূল্যে মানুষ শহরের ও বিদেশি খাবারের স্বাদ গ্রহণ করুক।  সেই সপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্য নিয়ে আামার এ ক্ষুদ্র উদ্যোগ। আমাদের দক্ষ সেফ রয়েছে। আশাকরি আমরা স্বল্প মূল্যে মানসম্মত খাবার পরিবেশন করতে পারবো।আমার চিলেকোঠার কাজ এখনো অনেকটাই অসম্পূর্ণ। দোয়া করবেন যাতে চিলেকোঠার অসমাপ্ত কাজগুলো অতিশীঘ্রই সমাপ্ত করতে পারি। সকলের কাছে আহ্বান থাকবে আপনারা আমার এ ছোট্ট চিলেকোঠায় একবার হলেও আসুন ও ঘুরে দেখুন,, আশাকরি ভালো লাগবে।



এ দিকে ক্যাফে চিলেকোঠা উদ্বোধনের পর থেকে প্রতিদিনই সন্ধ্যায় দেখা যায় সপরিবারে নিরিবিলি সময় কাটানোর জন্য দূরদুরান্ত থেকে লোকজন আসছে এ চিলেকোঠায়। গ্রামের ভেতর এমন সুন্দর ও নিরিবিলি পরিবেশ পেয়ে খুশি দর্শনার্থীরা। 

সময় পেলে আপনিও ঘুরে আসতে পারেন ক্যাফে চিলেকোঠায়। লোকেশন -মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার দক্ষিণ জামশা পুরাতন বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মার্কেটের ছাদের উপর।



No comments

Auto Scroll Stop Scroll