🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

মানিকগঞ্জের হাটিপাড়ায় অনুষ্ঠিত ফুটবল খেলার ফাইনালে জামশার বিজয়

 মানিকগঞ্জের হাটিপাড়ায় অনুষ্ঠিত ফুটবল খেলার ফাইনালে জামশার বিজয় 




মানিকগঞ্জ জেলার সদর উপজেলার হাটিপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফুটবল খেলার ফাইনালে এস এস সাকুচিয়া একাদশের বিপক্ষে জামশা অগ্রনী একাদশ  ১-৩ গোলে বিজয়অর্জন করেছে। 

১৭ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪ টায় মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ও টান টান উত্তেজনার মধ্যদিয়ে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলা শুরুর প্রথমভাগের প্রায় ২৫ মিনিটের সময় জামশা অগ্রনী একাদশ ১-০ গোলে পিছিয়ে পরে।  পরবর্তী ভাগে আরো একটি গোলের মধ্যদিয়ে ২-০ গোলে পিছিয়ে পরে জামশা। দ্বিতীয় আর্ধের শেষের দিকে জামশা একটি গোলের মুখ দেখে।  এরপর শুরু হয় আক্রমণ পাল্টা আক্রমণ। অবশেষে খেলা শেষ হওয়ার কয়েক সেকেন্ড পূর্বে জামশা আরো একটি গোল করে খেলায় সমতা অর্থাৎ ২-২ গোলে ম্যাচ ড্র হয়। 

পরবর্তীতে রেফারি সিদ্ধান্ত অনুযায়ী ট্রাইবেকারে মাধ্যমে খেলা শেষ হয় এবং ট্রাইবেকারে জামশা ৩-১ গোলে জয়লাভ করে।

এই জয়ের মধ্যে দিয়ে জামশা অগ্রনী একাদশ প্রমাণ করলো যে, শুধুমাত্র প্রবল ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই সফলতা সম্ভব। 

No comments

Auto Scroll Stop Scroll